গাইঘাটায় আগুনে পুড়ে ভস্মীভূত গোটা বাড়ি, খোলা আকাশের নিচে পরিবার  

সায়ন ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ১০ ডিসেম্বর:
আগুনে ভস্মীভূত হয়ে গেল গোটা বাড়ি। অবশিষ্ট বলতে কয়েকটি টিন। খোলা আকাশের নীচে পরিবার।সোমবার রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার নাগবাড়ি এলাকায়। স্থানীয়দের দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

স্থানীয় সূত্রের খবর, পূর্ণিমা বিশ্বাস নামের আশিঊর্ধ্ব এক প্রতিবন্ধী মহিলা তার দুই মেয়ে ও তিন নাতিকে নিয়ে এই বাড়িতে থাকতেন। গতকাল সুটিয়া হাট থাকায় প্রায় পুরুষ শূন্য ছিল গ্রাম। তারই মধ্যে হটাৎ করে এক পথচারী দেখেন পূর্ণিমাদেবীর ঘরে আগুন লেগেছে। তার চিৎকার শুনে পূর্ণিমা দেবীর মেয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। একে একে গ্রামবাসীরা এসে আগুন নেভাতে শুরু করে। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দেড় ঘন্টার মত চলে অগ্নি তাণ্ডব। দমকল কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। যদিও ততক্ষণে সব শেষ।

বাঁশ ও পাটকাঠির বেড়া হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে যায় বলে মনে করছেন দমকল কর্মীরা। স্থানীয়দের প্রচেষ্টায় কোনও মতে প্রাণে বেঁচে যান পূর্ণিমাদেবী। তাদের আনুমান পূণিমাদেবীর ছোট নাতি সন্ধ্যে দিতে যাওয়ার সময় তার হাতের প্রদীপ থেকে কোনও ভাবে পাটকাঠির বেড়ায় আগুন লেগেছে বলে পুলিশের অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here