বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় কাকিমাকে এলোপাথাড়ি কোপ, গ্রেফতার যুবক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ নভেম্বর: দীর্ঘদিনের বিবাহ বহির্ভূত। প্রতিবেশী এক যুবকের সঙ্গে এই সম্পর্ক ছিল এক গৃহবধূর। সম্পর্কে ওই মহিলা যুবকের কাকিমা। সম্প্রতি ওই মহিলা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। সেই রাগে প্রতিবেশী ওই যুবক ধারালো দাঁ দিয়ে এলোপাথাড়ি কোপায় কাকিমাকে।গুরুতর জখম অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন ওই মহিলা। অভিযুক্ত যুবকের নাম সুভাষ সরকার। রবিবার সন্ধ্যায়  ঘটনাটিঘটেছে উত্তর ২৪ পরগণার গোপালনগর পশ্চিম দমদমা এলাকায়। অভিযুক্ত যুবককে গ্রেফতার  করেছে গোপালনগর থানার পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, গোপালনগর দমদমা এলাকার  বাসিন্দা সুভাষ সরকারের সঙ্গে দীর্ঘ দিনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল প্রতিবেশী কাকিমা কামিনী সরকারের।সম্প্রতি কামিনীদেবী সম্পর্ক থেকে বেরিয়ে  আসতে চাইছিলেন। সেই কারনে যুবকের সঙ্গে  যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। ফোনও বন্ধ। সেই  রাগে  রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে ধারালো দা নিয়ে কামিনীদেবীর বাড়িতে চড়াও হয় সুভাষ। কামিনী ঘর থেকে বেরতেই ধারলো দাঁ দিয়ে এলোপাথাড়ি কোপ দেয়।কামিনীর মুখে, ঘাড়ে ও হাতে দায়ের কোপ লাগে। তাঁর চিৎকার শুনে ছুটে আসে আশপাশের প্রতিবেশীরা। তড়িঘড়ি তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এরপর চিকিৎসকদের পরামর্শে গুরুতরজখম অবস্থায়  কলকাতার একটিহাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। 

ঘটনারকিছু সময়ের মধ্যে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে  কামিনীর শ্বশুর কিশোরী সরকার গোপালনগর থানায়  লিখিত অভিযোগদায়ের করেন। অভিযোগ পেয়ে  রাতেই সুভাষকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ। ধৃতকে সোমবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here