
আমাদের ভারত, হাওড়া, ১৯ নভেম্বর: মেয়ের বাড়িতে কার্তিক পুজোর অনুষ্ঠানে এসে মর্মান্তিক মৃত্যু হল মায়ের। মৃতার নাম ডলি হাজরা (৪০)। বাড়ি শ্যামবাজারে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার রাতে জগৎবল্লভপুরের চো়ংঘোড়িয়া গ্রামে।
জানাগেছে, মেয়ে জামাইয়ের বাড়িতে কার্তিক পুজো উপলক্ষে কয়েকদিন আগে ডলি হাজরা জগৎবল্লভপুরে আসে। রবিবার রাতে মেয়ের বাড়িতে ধুমধাম সহকারে কার্তিক পুজো অনুষ্ঠিত হয়।এরপর সোমবার রাতে বাড়ির আত্মীয়দের সাথে কার্তিক ঠাকুরকে গাছের নীচে বসিয়ে রাখার জন্য রওনা দেন ওই গৃহবধূ। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর রাত দশটা নাগাদ কার্তিক ঠাকুরকে গাছের নীচে বসিয়ে বাড়ি ফেরার সময় ডলি হাজরার পায়ের যন্ত্রণা শুরু হয়। তখন ওই গৃহবধূ কাউকে না বলে শোভাযাত্রায় অংশ নেওয়া জেনারেটর বহনকারী একটি ইঞ্জিন ভ্যানে উঠে পড়ে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য কিছুদূর যাওয়ার পরেই গৃহবধূর মাথার চুল জেনারেটরে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে।
এদিকে মেয়ের বাড়ির পুজোর অনুষ্ঠানে যোগ দিতে এসে ডলি হাজরার এই মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম।