রান্নার স্বাদ নিয়ে স্বামীর সঙ্গে বচসার জেরে নিউটাউনে প্রাণ গেল গৃহবধূর

সৌভিক বন্দ্যোপাধ্যায়, নিউটাউন, ১৯ ফেব্রুয়ারি:
গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ।অভিযোগের ভিত্তিতে আটক স্বামী ও শাশুড়ি। ঘটনা নিউটাউন গৌরাঙ্গ নগরের। রান্না করা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা মারধরের অভিযোগ।গোটা ঘটনার তদন্তে নিউটাউন থানার পুলিশ।মৃতের নাম কাকলি হালদার (মন্ডল)।

পরিবারের অভিযোগ, ১০ মাস আগে গৌরাঙ্গ নগর সত্যজিৎ পল্লীর বাসিন্দা কাকলি মন্ডল এর সাথে প্রেম করে পালিয়ে বিয়ে করে গৌরাঙ্গ নগর নিবেদিত পল্লীর বাসিন্দা রথীন হালদার এর সাথে। গতকাল রাত ১০টা নাগাদ মেয়ের বাড়িতে ফোন করে জানায় যে মেয়ের পেটে ব্যথা অজ্ঞান হয়ে গেছে।আমরা আর জি কর হাসপাতালে নিয়ে গেছি বাবা মা না এলে ভর্তি নেবে না।

এর পর পরিবারের লোকেরা হাসপাতালে গেলে দেখা যায় এক পাশে পড়ে আছে।জিজ্ঞাসা করলে জানায় সে মারা গেছে। এর পরই স্বামী বডি ফেলে বাড়িতে চলে আসে। হাসপাতালের কাজ মিটিয়ে ছেলের বাড়ি পৌঁছলে জানায়।

রান্না নিয়ে ঝামেলা হয়েছে এর পর ও ঘরে গিয়ে দরজা দিয়ে গলায় দড়ি দিয়েছে।এর পর এলাকার লোক ঘরে ঢুকে দেখে ঘরে গলায় দড়ি দেওয়ার কোনো পরিস্থিতি নেই।সব পরিষ্কার।অভিযোগ মেয়েকে মেরে ফেলা হয়েছে গলার কাছে আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ। এর পর নিউটাউন থানায় অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিতে স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুজনকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here