
আমাদের ভারত, মালদা, ৫ জানুয়ারি: মালদার মানিকচকে যুবতী গৃহবধূ খুনের ঘটনায় অবশেষে রহস্য ফাঁস করল জেলা পুলিশ। এই যুবতীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার স্বামী আতিকুর রহমানকে। মৃতার নাম রেশমা বেগম। মেয়ের বাপের বাড়ি বিহারের কিষাণগঞ্জ জেলার পারকাট্টা থানার খেজুরবাড়ি গ্রামে। গত চার মাস আগে মানিকচকের কোরিয়া সুলতানপুরের বাসিন্দা এই যুবকের সাথে বিয়ে হয় তার। বিয়ের পর থেকে দেড় লক্ষ টাকা পণের দাবি করছিল এই যুবক। তা দিতে না পারায় স্ত্রীকে কামালপুর এলাকায় নিয়ে গিয়ে নৃশংস ভাবে খুন করে এই যুবক। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।