গোপীবল্লভপুরে সন্দেহের বশে স্ত্রীকে খুন করল স্বামী

অমরজিৎ দে , ঝাড়গ্রাম, ৬ ফেব্রুয়ারি: সন্দেহের বসে স্ত্রীকে খুল করল স্বামী। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের শুকা আমড়াশোল গ্রামের। নিহত ওই মহিলার নাম পিয়ালি দে, বয়স ২৯ বছর।

জানাগেছে, ১২ বছর আগে শুকা আমড়াশোল গ্রামের বাসিন্দা দেবব্রত দের সাথে পিয়ালির বিয়ে হয়। পিয়ালির বাপের বাড়ির লোকের দাবি, দেবব্রত আগে ব্যবসা করত কিন্তু বর্তমানে সে আর কিছুই করে না। তাছাড়া সে পিয়ালিকে সন্দেহ করতো। পিয়ালির শাশুড়ির পেনসনের উপর নির্ভর করে সংসার চলে। দেবব্রতকে পিয়ালি ও তার শাশুড়ি কিছু করতে বললে অশান্তি করত। এই নিয়ে দীর্ঘ ৬ মাস ধরে চলছে অশান্তি। ২ মাস আগে একবার মারধর করার জন্য গ্রাম পঞ্চায়েত ডেকে মীমাংসা হয়। তারপরে সবকিছু ঠিকঠাক ছিল। কিছুদিন আগে সরস্বতী পূজা উপলক্ষে বাপের বাড়ি বেড়াতে যান যান পিয়ালি সেখান থেকে দেবব্রত নিজেই নিয়ে আসে গত শনিবার।

কাল রাত একটা নাগাদ পাশের বাড়ির এক আত্মীয় পিয়ালির বাপের বাড়ির লোককে জানান যে পিয়ালীকে দেবব্রত কাটারি দিয়ে কুপিয়ে খুন করেছে। পিয়ালির বাপের বাড়ি লোক রাতেই দেবব্রতর বাড়িতে যান। তারপরে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দেবব্রতকে গ্রেপ্তার করেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠিয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here