স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩ ডিসেম্বর:
পলাশী পাড়া থানার সাহেব নগর এলাকার অভয় নগরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক গৃহবধূর। মৃতার নাম চৈতালি মন্ডল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান শারীরিক অসুস্থতার জন্য ওই মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ওই মহিলা ডাইনিং রুমে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। বেশ কিছুক্ষণ পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে পলাশী পাড়া প্রীতিময়ী গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।