
আমাদের ভারত, মেদিনীপুর, ২০ মার্চ: শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকার খাকুড়দাতে পথ দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অলকা দাস(৩৫)। তার বাড়ি খাকুরদা বাজারে।
আজ সকালবেলা ওই গৃহবধূ বেলদা- খড়গপুর রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় খড়্গপুরের দিক থেকে দ্রুতবেগে আসা একটি পণ্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই গৃহবধূকে ধাক্কা মারলে সে ছিটকে গিয়ে ডিভাইডারের সামনে গিয়ে আছড়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা তাকে ওই রাজ্য সড়ক থেকে গুরুতরভাবে জখম ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আটক করা হয়েছে ওই পণ্যবাহী লরিটি। লরির চালক ও খালাসি পলাতক বলে পুলিশ জানিয়েছে।