“দেশের উন্নতি হচ্ছে কই?” প্রশ্নের মুখে বীরভূমের সভায় এসে মহাগুরু মিঠুন

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৭ নভেম্বর: আজ বীরভূমের মল্লারপুর নিমিতলায় বিজেপির সভা অয়েজিত হয়। কেষ্টার গড়ে বিজেপি কর্মী ও সাধরণ মানুষ দীর্ঘ অপেক্ষায় ছিল ফাটাকেস্ট মহাগুরু মিঠুনের জন্য। সভামঞ্চে যখন মিঠুন চক্রবর্তী বক্তব্য রাখেন, ওই সময় জনতার দরবার থেকে একধিক প্রশ্ন ছুটে যায় মহাগুরুর দিকে।

সভার নীচে থাকা এক মহিলা চিৎকার করে বলতে থাকে, “স্যার আমারা ২০ -২২ বছর ধরে ভাড়া বাড়িতে থাকছি আবাস যেজনার বাড়ি পাইনি। উনার কথার উত্তরে মিঠুন চক্রবর্তী উত্তর দেন, আপানার ভাড়া দেওয়ার দিন শেষ। ওই মহিলা ফের পাল্টা বলেন, “দেশের উন্নতি হচ্ছে কই অনেক দিন ধরে শুনছি। প্রশ্নের উত্তর দিতে না পেরে মিঠুন চক্রবর্তী রাজ্য সভাপতি সুকান্ত মুজমদারকে মাইকোফোন দিয়ে বলেন, শুনে নিন মোদিজী কী কী করেছেন।

তবে সুকান্ত মুজমদার এ রাজ্যে ও জেলাজুড়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন কেন আসেনি তার কারণ হিসাবে তৃণমূল ও মমতা বন্দ্যোপ্যাধায়ের দিকে আঙুল তোলেন।

এই প্রশ্নের পাশাপাশি মিঠুন চক্রবর্তীকে অনান্য প্রশ্নেরও সন্মুখীন হতে হয়, যে সব বিষয় রাজ্যে সরকারের নিয়ন্ত্রণে। একজন স্কুল পড়ুয়া বলেন যে, আমদের স্কুল যাওয়ার সময় বালির গাড়ি পারাপার করে নিয়ন্ত্রনহীন ভাবে। বালি মাফিয়াদের দৌরত্ম্য চলে লাগামছাড়া। এর উপায় কি? মঞ্চ থেকে মহাগুরু বলে দেন উপায়, যতজন ছাত্র-ছাত্রী আছো রাস্তার সামনে ব্যাগ পত্র নিয়ে বস পড়। তারপর দেখ কী হয়। এছাড়াও একাধিক প্রশ্ন করতে থাকে জনতা জনার্দন উত্তর উপায় বলতে থাকে মহাগুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *