হাওড়া জেলা লোক সংস্কৃতি ও যাত্রা উৎসবের সূচনা

আমাদের ভারত, হাওড়া, ১০ জানুয়ারি: শুক্রবার থেকে বাগনানের পালোরায় শুরু হল হাওড়া জেলা লোক সংস্কৃতি ও যাত্রা উৎসব। এদিন সন্ধ্যায় উৎসবের সূচনা করেন বাগনানের বিধায়ক অরুনাভ সেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগনান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন, হাওড়া জেলা পরিষদের কমাধক্ষ্য রমেশ পাল, শ্রীধর মন্ডল, অন্তরা সাহা ছাড়াও জেলা ও মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক।

জেলা তথ্য সংস্কৃতি দফতর সূত্রে খবর, তিনদিনের এই উৎসবে বাংলার বিভিন্ন লোক সংস্কৃতির পাশাপাশি যাত্রাপালা প্রদর্শিত হবে। লোক সংস্কৃতি ও যাত্রা উৎসব উপলক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *