
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ ফেব্রুয়ারি: দিন কয়েক বাদেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করায় বাবার বকুনি, অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছাত্র। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়। মৃত ছাত্রের নাম সায়ন তরফদার, বয়স ১৭।
সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের মেথিরডাঙা গ্রামের বাসিন্দা রাকেশ তরফদার। পেশায় তাঁতি। তার একমাত্র সন্তান সায়ন তরফদার। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সে। মা সুমিতা তরফদার তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্যা। শুক্রবার বেলা দশটা নাগাদ হঠাৎ নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে। দীর্ঘক্ষণ দরজা না খুললে অবশেষে পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই ছাত্র। তড়িঘড়ি তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
অভিযোগ, দীর্ঘক্ষণ মোবাইল ঘাঁটাঘাঁটি করার সময় তার বাবা তাকে বকাবকি করে। আর তার জেরেই অভিমাণে আত্মঘাতী হয় সে। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর থানার পুলিশ। তবে কি কারণে এমন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।