
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ মার্চ :
পরীক্ষা কেন্দ্রের সামনে ছাত্রদের ভিড়ে যানজট সৃষ্টি হওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মারধর করার অভিযোগ উঠল কিছু যুবকের বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় এমএন হাই স্কুলে।
অভিযোগ, সোমবার সকালে সূত্রগড়
এমএন হাই স্কুলের সামনে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন পরীক্ষার্থীরা। আর তখনই রাস্তা আটকে দাঁড়িয়ে আছে অভিযোগ তুলে কিছু যুবক তাদের মারধর করে। ঘটনায় আহত হয়েছেন বেশ কিছু ছাত্র। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিভাবকরা। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।