চার্চ স্কুলে বিজ্ঞান মঞ্চের চারাগাছ রোপণ কর্মসূচি

আমাদের ভারত, মেদিনীপুর, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মেদিনীপুর শহরের নির্মল হৃদয় আশ্রম স্কুলের মাঠে শুক্রবার সকালে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেদিনীপুর শহর ৫ নং ওয়ার্ড বিজ্ঞান সভা ও মেদিনীপুর শহর বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি সামাজিক দূরত্ব বিধি মেনে অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপনারায়ণ বনবিভাগের সহযোগী বন আধিকারিক তিয়াস ভঞ্জ, চার্চ স্কুলের ফাদার ও প্রধান শিক্ষক আলফানস্ মুর্ম্মু, সংগঠনের জেলা সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য, বাবুলাল শাসমল, সন্টু ওঝা, সুষমা প্রধান, বিভাষ পান্ডা, সুদীপ খাঁড়া, স্বপন কুমার বেরা, অরূপ মাইতি প্রমুখ।

এদিন বিদ্যালয় ক্যাম্পাসে ১২টি চারাগাছ রোপণ করা হয়। উল্লেখ্য জেলায় বিজ্ঞান মঞ্চের বিভিন্ন বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগেও এদিন চারাগাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here