বৃষ্টিতে বানভাসি কলকাতা, দেখুন কোথায় কতটা জল

রাজেন রায়, কলকাতা, ২০ সেপ্টেম্বর: ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিতে বানভাসি অবস্থা শহর কলকাতার। সোমবার বেলা ২টা পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ- মানিকতলা ১২৭ মিলিমিটার, বীরপাড়া ১৩৩, বেলগাছিয়া,১৩৮, ধাপা লক ১৯০, তোপসিয়া ১৫২, উল্টোডাঙা ১৫২, পামার ব্রিজ ১৫০.৫। বালিগঞ্জ ১৪৬, ঠনঠনিয়া ১২৯.৬, মোমিনপুর ১৩৮, চেতলা লক ১৩০, যোধপুর পার্ক ১৪৭, কালীঘাট ১৪৯.৬, দত্তবাগান ১৪৪, জিঞ্জিরা বাজার ১২৮।  

রবিবার রাত থেকে শহরের একাধিক জায়গায় বৃষ্টি। সোমবার অর্থাৎ আজও এই দুর্যোগ চলবে জানালো আলিপুর হাওয়া অফিস। কলকাতার আকাশ সোমবার ভোর থেকেই কালো মেঘে ঢাকা। রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বেলা গড়াতেই বেড়েছে বৃষ্টির পরিমাণ।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বৃষ্টির দোসর হবে বজ্রবিদ্যুৎও। এর জেরে নীচু এলাকায় ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে। বৃষ্টির জেরে সকাল থেকেই তাপমাত্রাও রয়েছে কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *