বামেদের ডাকা ধর্মঘটের সমর্থনে বারাসাত শহর জুড়ে বিশাল মিছিল

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ নভেম্বর: আগামী বৃহস্পতিবার সারা দেশ জুড়ে বাম ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘট সফল করতে বারাসতে বিশাল মিছিল বাম -কংগ্রেস ও শ্রমিক সংগঠনের। বারাসাতের হেলাবটতলা থেকে মিছিল চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বরাবর শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।
বাম-কংগ্রেসের তরফে যৌথভাবে মঙ্গলবার এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় সহ জেলার একাধিক প্রমুখ বাম- কংগ্রেস রাজনৈতিক ব্যক্তিত্ব। কেন্দ্রের কৃষি ও শ্রমিক নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, ১০০দিনের পরিবর্তে ২০০ দিনের কাজ এবং রোজ বাড়ানোর দাবি সহ সাত দফা দাবি নিয়ে এই সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে দেশ জুড়ে।

বারাসতের রাজপথে ধর্মঘট সমর্থনে বাম-কংগ্রেসের এই মিছিল চলে মঙ্গলবার বিকেলে। মানুষের জন্য এই ধর্মঘট তাই মানুষ ধর্মঘট কে সমর্থন করবে বলে আশাবাদী বাম-কংগ্রেস উভয় নেতৃত্ব। এখন দেখার মঙ্গলবারের বামেদের ডাকা এই সাধারণ ধর্মঘট কতটা সাড়া ফেলে বারাসত শহর তথা জেলা -রাজ্য ও দেশে ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here