সিএএ–র সমর্থনে হিন্দু জাগরণ মঞ্চের মিছিলে মানুষের ঢল, থমকালো শহর

আমাদের ভারত, বর্ধমান, ১৩ জানুয়ারি: স্বামীজির জন্মদিবস উপলক্ষে সিএএ-র সমর্থনে জনচেতনা যাত্রার আয়োজন করলো হিন্দু জাগরণ মঞ্চের বর্ধমান জেলা শাখা। বর্ধমান স্টেশন থেকে শুরু হওয়া এই জনচেতনা যাত্রায় পা মেলাল হাজার হাজার মানুষ। উঠল সিএএ-র সমর্থনে স্লোগান।

মিছিলটি বর্ধমান স্টেশন থেকে শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে কার্জনগেট চত্বরে শেষ হয়। মিছিল যত এগোতে থাকে ততই বাড়তে থাকে মানুষের ঢল। মতুয়া সম্প্রদায়ের মানুষজন মিছিলে পা মেলানোয় মিছিল অন্য মাত্রা পায়। ঢাক, ঢোল কাঁসর ঘন্টা, ডঙ্কার আওয়াজে মুখরিত হয় চারিদিক। কার্যত এই মিছিলকে কেন্দ্র করেই সপ্তাহের প্রথম দিন সোমবারে স্তব্ধ হয়ে যায় শহর।

এদিন মিছিল থেকে বার্তা দেওয়া হয় ‘আমরা ওরা’ বিভেদ মুছে ফেলার। সংশোধীত নাগরিকত্ব বিলের সমর্থনে উঠল স্লোগান।

সিঙ্গুর, নন্দীগ্রাম পর্বে বুদ্ধিজীবীদের প্রতিবাদ মিছিল দেখেছে কলকাতা, সাক্ষী থেকেছে বাংলা। এই বাংলাই গোটা দেশকে দেখিয়ে দিয়েছে সম্মিলিত প্রতিবাদ কত বড় পরিবর্তন আনতে পারে। এদিন মতুয়া মহাসভার বর্ধমান জেলার সভাপতি মোহিত রায়ের নেতৃত্বে প্রায় হাজার জন মতুয়া সম্প্রদায়ের মানুষজন পা মেলান মিছিলে। ফলে এদিনের বর্ধমান শহরের মিছিল ঘিরে রাজনৈতিক মহলে বেশ কিছু প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত যোগদান অন্য বার্তা দিচ্ছে।

হিন্দু জাগরণ মঞ্চের বর্ধমান জেলা সভাপতি অমিত রায় বলেন, বর্ধমান স্টেশন থেকে একটা র‍্যালি বর্ধমান শহর পরিক্রমা করে কার্জন গেট চত্বরে এসে শেষ হয়। সংশোধনী নাগরিকত্ব আইন কে এদিন স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিল পাস করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। মূলত যেসব উদ্বাস্তু মানুষজন দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলেন তাদের সম্মান দিয়ে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এটা দেশের পক্ষে মঙ্গলজনক। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে মানুষকে সচেতন করার কাজ করা হয়। শুধু তাই নয় বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

2 thoughts on “সিএএ–র সমর্থনে হিন্দু জাগরণ মঞ্চের মিছিলে মানুষের ঢল, থমকালো শহর

  1. Sudipta Chakroborty says:

    সম্মানীয় সাংবাদিক মহাশয়, যার নাম হিন্দু জাগরন মঞ্চের সভাপতি হিসাবে লেখা হয়েছে তিনি বর্তমানে সভাপতি নেই । আর শোভাযাত্রা টি ‘রাষ্ট্র চেতনা যাত্রা’,জনচেতনা যাত্রা নয় ! সঠিক লোক সঠিক তথ‍্য আপনাকে দিতে পারে নি । আশা করবো এরপর থেকে সংগঠনের সঠিক ব‍্যক্তির কাছ থেকে সঠিক তথ‍্য সংগ্ৰহ করবেন । ধন‍্যবাদ

  2. Sudipta Chakroborty says:

    ধন‍্যবাদ হিন্দু জাগরণ মঞ্চের অনুষ্ঠান আপনারা গুরুত্ব দিচ্ছেন ও সংবাদ করছেন, আমাদের আশা পরবর্তীতে ও আমরা আপনাদের সহযোগিতা পাব ।অসংখ‍্য ধন‍্যবাদ ও শুভেচ্ছা ।

Leave a Reply to Sudipta Chakroborty Cancel reply

Your email address will not be published. Required fields are marked *