নারায়ণগড়ে টর্নেডোয় ছাউনি উড়ল শতাধিক বাড়ির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: অতিবৃষ্টির ফলে জেলার বিভিন্ন অংশ যখন জলমগ্ন ঠিক সেই সময় আচমকাই নারায়ণগড় ব্লকের পুরিচক মৌজায় দুপুর নাগাদ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল ঝড় ওঠে। মিনিট কয়েক স্থায়ী হয় এই ঝড়। কিন্তু মুহূর্তের তাণ্ডবে পূরিচকের মদন মোহন চক এলাকা তছনছ হয়ে যায়। ভেঙ্গে পড়ে দোকানপাট এবং উপড়ে যায় গাছপালা। ঝড়ের দাপটে ভেঙ্গে পড়ে শতাধিক বাড়ি। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

সোমবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলা। পশ্চিম মেদিনীপুর তার ব্যতিক্রম নয়। এরই মাঝে টর্নেডোয় ধূলিসাৎ হয়ে গেল গোটা এলাকা। কয়েক মাস আগে একইরকম টর্নেডোয় লন্ডভন্ড হয়েছিল বসিরহাট এলাকার একাংশ। বুধবার দুপুর বেলায় সেরকমই এক ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের বেশ কিছু এলাকা। সপ্তাহের শুরু থেকেই প্রবল বৃষ্টিতে ভেসেছে বাংলার একাংশ। বুধারও দিনভর মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি চলছে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে সপ্তাহান্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনার কথা শুনিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। যার ফলে আগামী সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *