বিজেপি কর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে খড়দহ থানা ঘেরাও করে বিক্ষোভ, আটক শতাধিক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা : খড়দহ থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ বিজেপি সমর্থকদের। অবশেষে আটক প্রায় শতাধিক বিজেপি সমর্থক।

জানাগেছে, বুলেট রায় নামে এক বিজেপি সমর্থককে খড়দহ থানার পুলিশ অস্ত্র আইনে গ্রেপ্তার করেছে। ওই বিজেপি সমর্থককে মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগ তুলে নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার সন্ধ্যায় বিজেপি কর্মীরা খড়দহ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। বেশ কিছুক্ষন বিজেপি কর্মীরা খড়দহ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়, পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে বিজেপি কর্মীরা।

বিজেপি যুব মোর্চার স্থানীয় নেতা পিন্টু দাস বলেন, বুলেট রায় বিজেপির সক্রিয় কর্মী, তাকে পুলিশ বিনা অপরাধে থানায় নিয়ে এসে অস্ত্র আইনে গ্রেপ্তার করেছে। বুলেট রায়ের কাছে কোনও অস্ত্র ছিল না। ওকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ওর নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত খড়দহ থানার পুলিশের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ চলবে।” দীর্ঘক্ষণ খড়দহ থানার গেট আটকে গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোয় শেষ পর্যন্ত পুলিশ ওই বিক্ষোভকারীদের সকলকে আটক করে।
বিজেপির অভিযোগ, পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে। পুলিশের মারে তাদের ২৬ জন কর্মী আহত হয়েছেন বলে বিজেপির দাবি। আহতদের মধ্যে রয়েছেন যুব মোর্চার জেলা সভাপতি পিন্টু দাস, জেলা সম্পাদক জয় সাহা, যুবনেতা মলয় কুন্ডু সহ ৯ জন মহিলা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here