কেশপুরে শতাধিক পরিবারের কংগ্রেসে যোগদান

আমাদের ভারত, মেদিনীপুর, ২ জানুয়ারি: আজ কেশপুরের ২ নম্বর অঞ্চলের ক্যালগেড়্যা, মাইপুর উত্তর শীর্ষা, লাতেহেরী প্রভৃতি সংখ্যালঘু গ্রামের শতাধিক পরিবার তৃণমূল ও বিজেপি ছেড়ে সামিল হন জাতীয় কংগ্রেসের পতাকার তলে। খেত মজুররা আজ অসহায়। ফসলের ন্যায্য দাম আদায় সহ মৌলিক অধিকারের লড়াইয়ে জাতীয় কংগ্রেস ছাড়া আর কেউ নেই। আজ মাইপুর সহ ক্যালগেড়্যা গ্রামে পতাকা উত্তোলন করা হয় ও রাস্তায় জাতীয় কংগ্রেসের পতাকায় সাজিয়ে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ সাইফুল, জেলা যুব সহ সভাপতি সুহাসিস পণ্ডা, পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের কোঅর্ডিনেটর ও কেশপুর বিধানসভার যুব কংগ্রেসের সহ সভাপতি আজহারউদ্দিন মল্লিক, কেশপুর ব্লক কংগ্রেসের সভাপতি লক্ষ্মী কান্ত ঘোষ, জেলা যুব কংগ্রেসের সম্পাদক শেখ আহসানুল্লা, কেশপুর বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি শেখ নাসির আলি, কেশপুর ২ নম্বর অঞ্চল যুব কংগ্রেসের সভাপতি শেখ নূর হোসেন আলি সহ মাইনোরিটি সেলের চেয়ারম্যান মুসলেম মল্লিক সহ আরও অন্যান্য নেতৃত্ব বৃন্দ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here