আমাদের ভারত, হুগলী, ১০জুলাই: বিভিন্ন ক্ষেত্রে ঋণ মুকুবের দাবিতে পান্ডুয়া বিডিওর দ্বারস্থ হলেন গ্রামবাসীরা।
পান্ডুয়া ব্লকের বিভিন্ন গ্রামের কয়েকশো মহিলা ঋণ মুকুবের দাবিতে একটি স্মারকলিপি তুলে দেন বিডিও স্বাতী চক্রবর্ত্তীর কাছে।
তাদের বক্তব্য, ছোট ছোট গোষ্ঠী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্ন বেসরকারী কোম্পানির কাছ থেকে লোন নিয়ে ছিলেন তাদের ব্যবসা পরিচালনা করার জন্য। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতির কারনে সবকিছু প্রায় বন্ধ হয়ে গেছে। আগের মত মানুষের কাছে কোনও কাজ নেই। যার ফলে মানুষ কর্মহীন এবং অর্থহীন হয়ে পড়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত কোম্পানি সাধারণ মানুষকে লোন দিয়েছেন তারা প্রতি মাসে বাড়িতে এসে উপস্থিত হচ্ছেন এবং বল পূর্বক টাকা নিয়ে যাচ্ছেন।
কেন্দ্রীয় সরকার করোনা পরিস্থিতিতে ঋণ মুকুবের কথা বললেও শুনছে না কোনও কোম্পানি। যার ফলে সাধারণ মানুষ প্রচন্ড সমস্যার মধ্যে পরেছেন।
এবিষয়ে পান্ডুয়া বিডিও বলেন, সকলের সমস্যার কথা তিনি দ্রুত জেলা শাসককে জানাবেন এবং আইনানুগ যা করার তিনি করবেন।