বিজেপির ভুখা মিছিল রামপুরহাটে

আশিস মণ্ডল, রামপুরহাট, ২৮ জানুয়ারি: সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ করতে হবে। বিভিন্ন চাকরির পরীক্ষা প্রতিবছর করতে হবে। যুব সমাজের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে শিল্প বাড়াতে হবে। এই দাবিতে বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা শাসকের অফিসের সামনে ভুখা মিছিল করল বিজেপি যুব মোর্চা। দুপুরে তারা শহরে একটি মিছিল করে মহকুমা শাসকের অফিসের সামনে জমায়েত হয়। মহকুমা শাসকের দফতরের গেটের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপি। উপস্থিত ছিলেন দলের জেলা সহ সভাপতি শুভাশিস চৌধুরী, স্বরূপ রতন সিনহা, যুব মোর্চার জেলা সভাপতি শান্তনু মণ্ডল, মহিলা মোর্চার জেলা নেত্রী রশ্মি দে। দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভের পর একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের দফতরে গিয়ে দাবি পত্র জমা দিয়ে আসেন।

শান্তনুবাবু বলেন, “এই সরকার শিল্প বিরোধী। অন্যদিকে রাজ্যে সরকারি চাকরি নেই। ফলে যত দিন যাচ্ছে বেকারের সংখ্যা বাড়ছে। বাড়ছে হাহাকার। তাই আমরা ভুখা মিছিল করে সরকারের দৈন্যদশা চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করলাম”।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here