বাগদায় স্ত্রীকে খুন করার অভিযোগে গ্রেফতার স্বামী

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৫ ডিসেম্বর: গৃহবধূকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। এই ঘাটনায় মৃতের স্বামীকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বাগদা থানার হাংকুরা এলাকায়। মৃত গৃহবধূর নাম শিল্পী দাস (২১)। শিল্পীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে বুধবার তার স্বামী প্রদীপ বিশ্বাসকে গ্রেফতার করে। ধৃতদের বৃহস্পতিবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।  

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বাগদার হাংকুরা এলাকার বাসিন্দা প্রদীপের সঙ্গে বয়রার শিল্পীর দেড় বছর আগে বিয়ে হয়। বিয়ের প্রথম কয়েক মাস ঠিকঠাক থাকলেও গত এক বছর ধরে বাড়তি পণের টাকার জন্য শিল্পীকে মারধর করত বলে অভিযোগ। দাবি মতো সেই পণ না পাওয়ার ফলে শিল্পীকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খুন করা হয়েছে বলে তরুণীর বাবা অজয় দাসের দাবি।

তরুণীর পরিবারের অভিযোগ, বিয়ের সময় নগদ টাকা সহ সোনার গহনা আসবাবপত্র দেওয়া হয়েছিল। গত এক বছর ধরে প্রদীপের দাবি মতো কিছু টাকা দেওয়া হয় তাকে। ফের ৪০ হাজার টাকা দাবি জানায় সে। এই টাকা দিতে অস্বীকার করলে মেয়েকে মারধর করে শ্বশুর বাড়ির লোকজনরা। মঙ্গলবার অশান্তি চরমে ওঠে। এদিন রাতে স্বামী সহ শ্বশুর বাড়ির মারধর করে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয় বলে অভিযোগ। ভোর রাতে অবস্থা খারাপ দেখে হাসপাতালে ভর্তি করে। বুধবার রাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় তরুণীর বাবা, স্বামী প্রদীপ বিশ্বাস সহ তিন জনের নামে অভিযোগ দায়ের করে। 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here