
আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ ডিসেম্বর: গভীর রাতে অসহায় নারী পেলেন কিছু যুবকের সাহায্য, আশ্রয় হল রায়গঞ্জ থানায়। সোশ্যাল মিডিয়ায় মহিলার উদ্ধারের ঘটনা লাইভ ফুটেজের জেরে স্ত্রীকে ফিরে পেলেন স্বামী। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ফোয়ারা মোড় এলাকায়। মঙ্গলবার থানা থেকে স্ত্রীকে ফিরে পেয়ে খুশি স্বামী।
পরিবারসূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার রাড়িয়া গ্রামের খাসপুকুরের বাসিন্দা জীতেন সরকারের সাথে ১৮ বছর আগে প্রীতি সরকারের বিয়ে হয়। সোমবার সকালে জীতেন সরকার কাজে চলে গেলে তার স্ত্রী প্রীতি সরকার বাড়ির থেকে বেরিয়ে যায়। সারাদিন বাড়িতে প্রীতি না ফেরায় স্বামী তার স্ত্রীকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। সোমবার গভীর রাতে রায়গঞ্জ শহরের ফোয়ারা মোড় এলাকায় এক মহিলাকে অসহায় ভাবে বসে থাকতে দেখেন কৌশিক দে নামে রায়গঞ্জ শহরের বাসিন্দা এক যুবক। তাকে তার বাড়ির কথা জিজ্ঞাস করলে প্রীতি সরকার সঠিকভাবে কিছু বলতে পারছিল না। কৌশিকবাবু প্রীতিকে আশ্বাস দিয়ে রায়গঞ্জ মহিলা থানায় পৌছে দেন। প্রীতিকে বুঝিয়ে উদ্ধার করার সেই ভিডিও সোশাল মিডিয়ায় লাইভ করেন কৌশিক। মঙ্গলবার সকালে প্রীতির স্বামী জীতেন বাবুর এক বন্ধু ওই ফেসবুকের পোস্টটি দেখে জীতেন বাবুকে খবর দেয়। এরপরেই জীতেন বাবু কৌশিক বাবুকে খুঁজে বের করেন। কৌশিক জীতেনকে নিয়ে রায়গঞ্জ মহিলা থানায় নিয়ে আসেন। মহিলা থানার পুলিশ তদন্ত সাপেক্ষে প্রীতিকে তার স্বামীর হাতে তুলে দেয়। স্ত্রীকে পেয়ে খুশি হন স্বামী জীতেন।
দেশব্যাপী যখন মহিলাদের সুরক্ষা নিয়ে তোলপাড় চলছে ঠিক সেই সময় রায়গঞ্জের এই ঘটনা যে সমাজকে কিছুটা বাড়তি অক্সিজেন জোগাবে তা বলাই বাহুল্য।