
আমাদের ভারত, হাওড়া, ১০ মার্চ: হোলির দিন বেলুড়ে একই দড়িতে গলায় দড়ি দিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক তরুণ দম্পতির। দরজা ভেঙ্গে পুলিশ দেহ উদ্ধার করে। ওই বধূ অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
বেলুড়ের আশুতোষ মুখার্জি রোডের তিনতলা বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন নরেন্দ্র কুমার সিং ও তাঁর স্ত্রী সন্ধ্যা। এমনিতে হাসিখুশি পরিবার কিন্তু আজ সকালে দশটা নাগাদ হঠাৎ নরেন্দ্রর বাবা উত্তর প্রদেশ থেকে বাড়িওয়ালাকে ফোন করে তাঁর ছেলের সম্বন্ধে জানতে চান। তাঁকে গিয়ে ছেলে কেমন আছে দেখতে অনুরোধ করেন। তার কথায় আতঙ্কের ছোঁওয়া দেখে বাড়িয়ালা দৌড়ে আসেন। এসে দরজা বন্ধ দেখে পিছন দিকে উঠে দেখেন নরেন্দ্র গলায় দড়ি দিয়ে ঝুলছে এবং মাটিতে মৃত অবস্থায় আছে তাঁর স্ত্রী সন্ধ্যা।
এরপর বেলুড় থানায় খবর যায়। পুলিশ এসে দরজা ভেঙ্গে উদ্ধার করে দেহ। বধূর গলাতেও দড়ি বাঁধা ছিল। পুলিশের ধারণা দুজনে একই দড়িতে ঝুলেছিল। দড়ি ছিঁড়ে সন্ধ্যা পড়ে যায়। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে স্বামী-স্ত্রীর মধ্যে কোনও আভ্যন্তরীণ অশান্তির কারণ হতে পারে। কিন্তু বাড়িওয়ালা বা অন্যারা কিছু জানেবলে দাবি করছে। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে যে মহিলা গর্ভবতী ছিলেন। তাই রহস্য আরো ঘনীভূত হয়েছে।