বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ স্বামীর বন্ধুর বিরুদ্ধে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৭ জানুয়ারি : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসের অভিযোগ উঠল স্বামীর বন্ধুর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে।

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার মহম্মদপুর গ্রামের বাসিন্দা তাপসী জানা ভৌমিক। মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের সন্দলপুরে বাবার বাড়ি তাপসীর। বছর আটেক আগে মহম্মদপুর গ্রামের স্বপন ভৌমিকের সঙ্গে বিয়ে হয় তার। তাদের সাত বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। সোনার কাজে যুক্ত স্বপন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে প্রায়ই মারধর করতো স্ত্রীকে। এই নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত। স্বামীর অত্যাচারে বাধ্য হয়ে বছর দুয়েক আগে থেকে বাবার বাড়িতে থাকতে শুরু করে তাপসী। বছরের খানেক আগে বাবার বাড়িতে থাকার সময়ই তাপসীর সাথে বন্ধুত্ব হয় স্বামী স্বপনের বন্ধু রঞ্জিত সিংহের সাথে। ক্রমে বন্ধুত্বের সম্পর্ক ঘনিষ্ট হতে থাকে। তাপসীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কিছুদিন তার সাথে সহবাস করেছে রঞ্জিত। এরপর তাপসী গর্ভবতী হয়ে পড়লে নিখোঁজ হয়ে যায় রঞ্জিত।

স্বামীর বন্ধু রঞ্জিত নিখোঁজ হয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ওই গৃহবধূ। প্রথমে এই অভিযোগ নিতে অস্বীকার করে ভগবানপুর থানার পুলিশ। এগরা মহকুমা শাসকের কাছে অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই মহিলাকে আজ কাঁথি মহকুমা আদালতে পাঠায় ভগবানপুর থানার পুলিশ। অভিযুক্ত রঞ্জিত পলাতক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here