আমি মানুষের জন্য রাস্তা বানাচ্ছি আর কংগ্রেস আমার কবর খোঁড়ার স্বপ্ন দেখছে: মোদী

আমাদের ভারত, ১২ মার্চ: আমি আপনাদের জন্য রাস্তা বানাচ্ছি আর কংগ্রেস আমার কবর খোঁড়ার স্বপ্ন দেখছে। কর্নাটকে দাঁড়িয়ে কংগ্রেসের বিরুদ্ধে এভাবেই বিস্ফোরক অভিযোগ করলেন মোদী। তাঁর দাবি, হারাতে না পেরে কংগ্রেস নেতারা তার মৃত্যু কামনা করছে প্রতিদিন।

ভোটের মুখে কর্ণাটকে রবিবার বেঙ্গালুরু- মহীশূর এক্সপ্রেসের সূচনা করেন মোদী। সেই হাইওয়ের উদ্বোধন করতে গিয়ে কংগ্রেসকে এক হাত নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০১৪ সালের আগে কংগ্রেস দেশের মানুষের জীবন নষ্ট করার কম চেষ্টা করেনি। কংগ্রেস সরকার সাধারণ মানুষের টাকা লুট করেছে। আগে সরকারি কাজের জন্য মানুষকে সরকারের দরজায় ছুটতে হতো কিন্তু বিজেপির আমলে উন্নয়ন মানুষের দরজায় পৌঁছাচ্ছে।

কংগ্রেস জেডিএসের গড় হিসেবে পরিচিত মান্ডিয়ায় একটি রোড শো করেন প্রধানমন্ত্রী আজ। বিরোধীদের গড়ে দাঁড়িয়ে মানুষের আবেগ উস্কে দিতে চেয়েছেন মোদী। তিনি বলেন, কংগ্রেস যখন আমার কবর খুঁড়তে ব্যস্ত, তখন আমি এসেছি এক্সপ্রেসওয়ের উদ্বোধন করতে। মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করতে। মোদীর বক্তব্য, ওরা জানে না মা-বোনেদের আশীর্বাদ মানুষের ভালবাসা আমার জন্য রক্ষা কবচ।

সামনেই কর্ণাটক বিধানসভা নির্বাচন। দক্ষিণের এই রাজ্যে বিজেপি সরকার রয়েছে। তবে ইতিমধ্যে সেখানে মুখ্যমন্ত্রী বদলেছে বিজেপি। দুর্নীতির অভিযোগও উঠেছে দলের নেতাদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে আবারও মোদী ম্যাজিকের ওপর ভর করে এগোতে চাইছে পদ্ম শিবির। মোদীর ব্যক্তিগত ভাবমূর্তি এর আগেও বহুবার কঠিন পরিস্থিতিতে দলকে ঘুরে দাঁড় করিয়েছে। এবারও সেটাই চেষ্টা করছে কর্ণাটক বিজেপি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here