
আমাদের ভারত, ২৬ মে:
নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করছে বিরোধীরা। তাদের এই সিদ্ধান্তের পাল্টা দিতে গিয়ে মোদী বিরোধীদের মনে করালেন ১৪০ কোটি ভারতবাসীর প্রতিনিধি তিনি নিজে। মোদী বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমার অনুষ্ঠান ছিল, সেখানে বর্তমান প্রধানমন্ত্রী যেমন ছিলেন তেমনি প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিরোধী সাংসদরাও ছিলেন।”
বুধবার রাতে তিনদিনের বিদেশ সফর শেষে অস্ট্রেলিয়া থেকে ফেরেন মোদী। পালাম বিমানবন্দরের বাইরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন হাজার হাজার বিজেপি কর্মী। বুধবার অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূতদের সংবর্ধিত করেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে মোদী বলেন, অস্ট্রেলিয়ায় ওই অনুষ্ঠানে শুধু যে বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থোনি আলবানিস উপস্থিত ছিলেন তা নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী, বিরোধী সাংসদ রাও ছিলেন। শুধু নিজেদের দেশের জন্য ঐক্যবদ্ধ ছিলেন তারা।
বিজেপি কর্মীদের জমায়েতে মোদী বলেন, “আমি গোটা বিশ্বের সামনে দেশকে গৌরবান্বিত করি কোনও সংশয় ছাড়া, আত্মবিশ্বাস এবং গর্বের সঙ্গে। এর কারণ আপনারা আমাদের সরকারকে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা দিয়েছেন। আমি যখন কথা বলি, গোটা বিশ্ব যে শুধু আমার কথা বিশ্বাস করে তাই নয়, সেই সঙ্গে তারা বিশ্বাস করে ১৪০ কোটি ভারতবাসীকে- আমি যাদের প্রতিনিধি।”
প্রধানমন্ত্রীর এই বক্তব্য আসলে ঘুরিয়ে বিরোধীদের তোপ বলেই মনে করা হচ্ছে।
কারণ আগামী ২৮ মে রবিবার উদ্বোধন হবে সংসদের নতুন ভবনের। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল ঐতিহাসিক ভবনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কিন্তু বিরোধীদের দাবি, প্রধানমন্ত্রী নতুন সংসদভবন উদ্বোধন করতে পারেন না, এটা করার অধিকার রাষ্ট্রপতির। বুধবার সম্মিলিতভাবে ১৯ টি বিরোধী দল সেই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় রয়েছে কংগ্রেস, তৃণমূল, শিবসেনা, আরজেডি, ডিএমকে এনসিপি, সিপিআইএম সহ একাধিক বিরোধী দল। প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে এঁদেরই পাল্টা দিয়েছেন।