“দু’মাস অন্তর দিল্লি আসতে পারি,” রাজধানী সফর শেষে বিরোধী জোট গঠনের স্পষ্ট ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের

আমাদের ভারত, ৩০ জুলাই: শেষ এক সপ্তাহ ধরে সংবাদ শিরোনামে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের মতো বাংলার ক্ষমতা দখলের পর এবার টার্গেট ঐক্যবদ্ধ বিরোধী জোট গঠন। আর তার ইঙ্গিত পাঁচদিনের রাজধানীর সফরে‌ মিলেছে। দিল্লিতে একাধিক বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মমতা। সফরে শেষেও স্পষ্ট করে দিলেন এবারের সফরে বিরোধী জোট গঠনের যে সলতে তিনি পাকানো শুরু করেছেন তার নিয়মিত পরিচর্যা করবেন। মমতা জানিয়েছেন দু’মাস অন্তর তিনি এবার দিল্লি যাবেন।

পাঁচদিনের দিল্লি সফর শেষে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার আগে বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি স্লোগান তুলেছেন, “গণতন্ত্র বাঁচাও দেশ বাঁচাও”। অর্থাৎ গণতন্ত্রকে বাঁচাতে একজোট হতে হবে। দেশ জুড়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদে লড়াই চলবে। এছাড়াও বিরোধী জোট গঠনের কাজকে মসৃণ করতে প্রতি দুই মাস অন্তর তিনি দিল্লি যাবেন বলেও এদিন জানিয়ে দিয়েছেন।

শুক্রবার দিল্লি থেকে ফেরার আগে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই স্পষ্ট করেছেন বিরোধীদের জোটের আগামী রূপরেখা এঁকেছেন তিনি। তার কথায়, “দেশকে বাঁচাতে গণতন্ত্রকে বাঁচাতে হবে। একজোট হয়ে লড়াই হবে। বেশ কয়েকজন বিরোধীদলীয় নেতার সঙ্গে দিল্লিতে দেখা হয়েছে, কথা হয়েছে। কোভিড নিয়মের জন্য সংসদে সেন্ট্রাল হলে যেতে পারেননি। তাই অনেকের সঙ্গে দেখা হয়নি।” মূল্যবৃদ্ধিকে ইস্যু করে বিজেপিকে কোণঠাসা করতে বিরোধীদের লাগাতার আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তিনি। তার কথায়, “দেশবাসীর অবস্থা খারাপ। কেন্দ্র সরকার রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে।”

তবে অনুমান করা হচ্ছিল এই সফরে তিনি আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করবেন। কিন্তু সেটা হয়নি। যদিও এই প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, এবার ওদের সঙ্গে দিল্লিতে দেখা হয়নি। ওরা কেউ তো যোগাযোগ করেননি। তবে যখন বাংলা গিয়েছিলেন তখন কথা হয়েছে, কৃষক আন্দোলনের পাশেই আছি আমি।

করোনার তৃতীয় ঢেউ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন বলে জানান তিনি। আজকেও ভ্যাকসিন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জন্য পর্যাপ্ত ভ্যক্সিনের দাবি জানিয়েছেন তিনি বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *