আমি তালি বাজিয়েছি, রাজ্য সরকার সাড়া দিয়েছেন, লাভবান হবেন রাজ্যবাসী, হুগলীর ক্ষেত্র মোহন সার মেলার উদ্বোধনে বললেন রাজ্যপাল

আমাদের ভারত, হুগলী, ১৯ ফেব্রুয়ারি: আমি তালি বাজিয়েছি, রাজ্য সরকার সাড়া দিয়েছেন, লাভবান হবেন রাজ্যের মানুষ। একশো চব্বিশ বছরের প্রাচীন মেলা উদ্বোধন করতে এসে বললেন রাজ্যপাল জগদীপ ধনকর। হুগলীর ক্ষেত্র মোহন সার মেলা বহু যুগ ধরেই শ্রীরামপুর শহরের ঐতিহ্য। কৃষিজ পণ্য থেকে মাটির পুতুল দিয়ে রামায়ণ মহাভারত ছোটদের মনোরঞ্জনের যাবতীর উপকরণ দিয়ে তৈরী এই মেলা বহুযুগ ধরেই ছোট থেকে বড়, শ্রীরামপুর বাসীর কাছে প্রাণের মিলন ক্ষেত্র ছিল। কিন্তু সময়ের সাথে সাথে কৌলিন্য হারাচ্ছিল ক্ষেত্র সার মেলা। এবছর রাজ্যপালের আগমনে মেলায় বাড়তি প্রাণশক্তির সঞ্চার হবে বলে মত উদ্যোক্তাদের।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here