দলে আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা তা আলাদা ভাবে তৃণমূলকে বোঝাতে হবে না: মুকুল রায়

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত , নদীয়া, ২৩ জুন:
করোনা মহামারীতে শান্তি কামনায় রথযাত্রার দিনে বিজেপি নেতা মুকুল রায় শান্তিপুরে এসেছিলেন শান্তি যজ্ঞে অংশগ্রহণ করতে। মঙ্গলবার শান্তিপুরের বাইগাছি পাড়ার খরজলা বাগান এলাকার বাসিন্দা ধ্রুব নারায়ণ গোস্বামীর বাড়িতে রথ যাত্রা উপলক্ষে শান্তি যজ্ঞের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই যোগ দিতে আসেন বিজেপি নেতা মুকুল রায়।

সেখানে সংবাদিকরা তাঁকে বলেন, শাসকদলের অভিযোগ মুকুল রায়কে বিজেপিতে গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং সিবিআই থেকে বাঁচতেই তিনি নাকি বিজেপিতে ঢুকেছেন। এই প্রসঙ্গে তিঁনি বলেন – “এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এরকম ভাববার কোনো কারণ নেই। কারন বিগত লোকসভায় দলের হয়ে আমি আহ্বায়ক ছিলাম। বিগত পঞ্চায়েত ভোটেও আমি আহ্বায়ক ছিলাম। তাই স্বাভাবিকভাবেই আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা তা আলাদা ভাবে তৃণমূলকে বোঝাতে হবে না”।
এরপর তিনি কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হন দলীয় রক্তদান শিবিরে যোগ দিতে। সেখান থেকে তিনি নবদ্বীপে আরও এক দলীয় রক্তদান শিবিরে যোগদান করবেন বলে জানা যায়। এখানে অনেক আগে থেকেই উপস্থিত ছিলেন সাংসদ তথা বিজেপি যুব মোর্চার সভায় সৌমিত্র খাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *