ধর্মের ফাঁস নয় মুক্তির হাওয়া চাই! কোরান পাঠ নয়, আনন্দ করুন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে, বার্তা সাহসী হিজাব বিদ্রোহীর

আমাদের ভারত, ১৬ ডিসেম্বর: ধর্মের ফাঁসের বদলে মুক্তির হওয়া চাই। গোটা ইরান জুড়ে এখন এমনটাই দাবি উঠেছে। প্রাণ দিয়ে মোল্লাতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ তুলেছেন মাহসা আমিনি।হিজাব বিদ্রোহের সেই আগুন যে এখন দাবানলে পরিণত হয়েছে সেটা আবার প্রাণ দিয়ে প্রমাণ করলেন ইরানের ২৩ বছরের এক তরুণ মাজিদ রেজা রহনিবর্দ।

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত সোমবার ইরানের মাসাদ শহরে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় মাজিদকে। সরকার বিরোধী আন্দোলনে শামিল হওয়ার জন্য প্রাণদণ্ড দেওয়া হয়েছে এই যুবককে। সম্প্রতি সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে রক্ষীদের প্রখর পাহারায় চোখ বাঁধা অবস্থায় শেষ ইচ্ছা প্রকাশ করেছেন মাজিদ। তাকে বলতে শোনা গেছে আমার সমাধিতে কেউ শোক প্রকাশ করবে না। আমি চাই না সেখানে কেউ কোরান পাঠ করুক বা প্রার্থনা করুক। বরং সবাই আনন্দ করবেন। গান-বাজনা হবে সেখানে। এই ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেনি “আমাদের ভারত।”

ইরানের একটি সংবাদ সংস্থার দাবি, নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়েছিলেন মাজিদ। সেই হামলায় মৃত্যু হয় দুজনের। এই অপরাধে তাকে ফাঁসির সাজা দেওয়া হয়। টুইটারে মাজিদের ফাঁসির ভিডিও শেয়ার করেছেন বেলজিয়ামের সংসদ তথা নারী অধিকার কর্মী দারায়া সাফাই। সেই পোস্টে ইরান সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

এর চার দিন আগেই ফাঁসিতে ঝোলানো হয় আর এক যুবক মহসিন সেকারিকে। পরপর বিক্ষোভকারীদের প্রাণদণ্ড দেওয়ায় আন্তর্জাতিক মঞ্চে সমালোচনার মুখে পড়েছে তেহরান প্রশাসনকে। এই ঘটনায় শঙ্কিত ইরানের মানবাধিকার সংগঠন গুলি। তাদের মতে এবার বিনা বাধায় বিরোধীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে শুরু করবে ইরান প্রশাসন। অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ না হলে সরকারের দমন নীতি আরও বাড়বে বলে তাদের ধারণা।

‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে ২৫ জন রিপোর্টার, বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here