
জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ অক্টোবর: মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রত্যেক দুর্গা পূজা কমিটিকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয়েছে। দেশের কোভিড পরিস্থিতিতে দেশ সহ রাজ্যের বিভিন্ন ব্যবসা মন্দা চলেছে। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজা। সেই উপলক্ষ্যে পূজা কমিটিগুলিকে এই আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেইমতো শনিবার সকালে মেদিনীপুর শহরের ১২৩টি পুজো কমিটির হাতে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করেন মেদিনীপুর কোতওয়ালী থানার আইসি পার্থ সারথী পাল।