৪ জানুয়ারি থেকে স্কুল খোলার অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি আইসিএসসির

আমাদের ভারত, ৩ ডিসেম্বর: করোনা পরিস্থিতিতে স্কুলগুলো অনলাইনেই পড়াশোনা চালাচ্ছে। যদিও অনলাইনে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। প্রজেক্ট বা প্র্যাক্টিক্যাল অনলাইনে করা সম্ভব হচ্ছে না। ফলে ছাত্রছাত্রীদের খামতি থেকে যাচ্ছে। সম্ভবত সেই কথা মাথায় রেখেই ৪ জানুয়ারি থেকে স্কুল খুলতে চায় আইসিএসসি। দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্কুলে আনার আবেদন জানিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কাউন্সিলের সিইও।

তবে এখনও পর্যন্ত স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গেছে। সেই মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্কুলে গিয়ে পঠন-পাঠন। সবটাই চলছে অনলাইনে। ঘরবন্দি শিশুদের শিক্ষক শিক্ষিকারা পড়াচ্ছেন মোবাইল কিংবা, কম্পিউটারে। কিন্তু প্র্যাক্টিকাল , প্রোজেক্ট ওয়ার্কের বিষয়গুলি পড়ুয়াদের দেখানোর জন্য স্কুল খোলার আবেদন করা হয়েছে। সশরীরে যাতে পড়ুয়ারা স্কুলে উপস্থিত হয়ে ক্লাস করতে পারে সে জন্য আবেদন করা হয়েছে।

কিন্তু স্কুল খুলতে গেলে রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন। আর সেই জন্যই সব রাজ্য সরকারকে চিঠি দিয়েছে বোর্ড। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছেও সেই চিঠি এসে পৌঁছেছে। এদিকে করোনার প্রথম টিকা হিসেবে অনুমোদন পেয়েছে ফাইজার। আগামী সপ্তাহ থেকে ব্রিটেনে টিকাকরণ শুরু হয়ে যাবে বলে দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যদিও ফাইজারের টিকা ভারতে আসার সম্ভাবনা ক্ষীন বলে মত ওয়াকিবহাল মহলের। তবে সেরামের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের ট্রায়াল একেবারে শেষ পর্যায়ে রয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here