বজরং দলকে নিষিদ্ধ করলে আমরাও দেখিয়ে দেব, কংগ্রেসকে হুঁশিয়ারি বিজেপি নেতার

আমাদের ভারত, ১৫ মে: কর্নাটকে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের তরফে বজরং দলকে নিষিদ্ধ করার ঘোষণা ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছিল। কংগ্রেস ক্ষমতায় এলে বজরং দলের মতো সংগঠনকে নিষিদ্ধ করার বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি। এবার ভোটের ফলাফল প্রকাশের পর যখন কংগ্রেস জয়লাভ করেছে তখন হাত শিবিরকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বিজেপি। পারলে বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করে দেখা কংগ্রেস, বলে হুঁশিয়ারি দিলেন বিজেপির প্রথমসারির রাজ্য নেতা সিএন অশ্বস্থ নারায়ণ।

বিজেপি নেতা হুমকির সুরেই বলেছেন, কংগ্রেস যদি বজরং দলকে নিষিদ্ধ করার কথা ভাবে তাহলে ফল মারাত্মক হবে। কর্নাটকের ভোটে কংগ্রেস ইস্তেহারে ঘোষণা করেছিল রাজ্যে ক্ষমতায় এলে পিএফআই, বজরং দলের মত ধর্মীয় সংগঠনগুলির বিরুদ্ধে কড়া ও নির্ণায়ক পদক্ষেপ করা হবে। আর এই ঘোষণার বিরুদ্ধেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতৃত্ব সরব হন। বলা যায় কংগ্রেসের এই ঘোষণা কার্যত তাদের কংগ্রেস বিরোধিতার অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল।

এই ঘোষণাকে বজরংবলীর অপমান বলে প্রচার শুরু করেন মোদী নিজে। তিনি জনসভাতে বলেন এতদিন রামের নাম সইতে পারত না কংগ্রেস, এবার বজরংবলির নামও সহ্য করতে পারছে না।

কিন্তু ভোটের ফলাফলের বিশ্লেষণের পর একাধিক রাজনৈতিক বিশ্লেষক বলেছেন কংগ্রেসের এই ঘোষণায় মুসলিম এবং তথাকথিত ধর্মনিরপেক্ষ ভোটারদের এক করে দিয়েছে। যার সুবিধা একাধিক এলাকায় পেয়েছে কংগ্রেস।

কিন্তু এবার প্রশ্ন উঠেছে জয়লাভের পর সত্যিই কি কংগ্রেস বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করবে? বিষয়টি নিয়ে সম্ভাব্য মুখ্যমন্ত্রী সিদ্ধা রামাইয়া বলেছেন , “আপনারা বোধহয় ঠিকমতো করে ইস্তহার পড়েননি। ওখানে শুধু বলা হয়েছে পিএফআই এবং বজরং দলের মতো উগ্র সংগঠনগুলির বিরুদ্ধে নির্ণায়ক ব্যবস্থা নেওয়া হবে।” অর্থাৎ তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন কোথাও নিষিদ্ধ করার কথা বলা হয়নি।

বিজেপি নেতা সিএন অশ্বস্থ নারায়ণ বলেছেন, ওরা বজরং দলকে নিষিদ্ধ করার কথা ভাবছে কি করে, চেষ্টা করে দেখুক, আমরাও দেখিয়ে দেবো কি করতে পারি।

মনে করা হচ্ছে কর্ণাটকে বজরং দলকে নিষিদ্ধ করা কংগ্রেসের পক্ষে খুব একটা সহজ হবে না। কারণ চলতি বছরেই উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন। সেখানে বজরং দলের ভালো প্রতিপত্তি। ফলে তার আগে এই ধরণের নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভোটের ফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *