করোনা নিয়ন্ত্রনে না থাকলে পুরো লকডাউন করুক রাজ্যসরকার, বললেন দিলীপ ঘোষ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৭ জুলাই: করোনা নিয়ন্ত্রনে না থাকলে ফের লকডাউনে করুক রাজ্যসরকার। এই পরামর্শ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন কোনও কোনও জায়গায় দুদিন তিনদিন বা সাতদিনের লকডাউন করে কিছু হবে না, এর স্থায়ী সমাধান করতে হবে। তাঁর অভিযোগ প্রথম থেকে যদি লকডাউন মানা হতো তাহলে আজকে পরিস্থিতি এমন হতো না

কিছু জেলায় ফের সাতদিনের জন্য লকডাউন করছে রাজ্যসরকার। বিজেপির রাজ্য সভাপতির প্রশ্ন, কয়েকটি জেলায় সাতদিন লকডাউন করে লাভ কি হবে? এই ব্যাপারে তিনি সরকারকে স্থায়ী সমাধানের পথে হাঁটবার পরামর্শ দেন। এরপরেই লকডাউন নিয়ে রাজ্যকে খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, প্রথম থেকেই রাজ্যে লকডাউন মানা হলে আজ এতটা বাড়াবাড়ি হতো না। তখন এরাজ্যে লকডাউন নিয়ে সবাই রাজনীতি করছে। আজ তার ফল রাজ্যবাসীকে ভুগতে হচ্ছে।

এদিন বিজেপির রাজ্য সভাপতি নিমতলা ঘাটে যান। সেখানে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আগুনের পরশমনি গানটি দিলীপ ঘোষ সহ বিজেপি নেতারা গাইলেন। রবীস্মরণ দলীয় নেতাদের এদিন নির্দেশ দিয়েছে বিজেপি। কলকাতায় নিমতলায় রাজ্য বিজেপির নেতারা ২২ শে শ্রাবন দিনটি শ্রদ্ধার সাথে পালন করলেন।
তারপরেই করোনা নিয়ে রাজ্যকে আক্রমন করলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, প্রতিদিন রাজ্যে মৃত্যু মিছিল হচ্ছে। সংক্রমন বাড়ছে। তারপরেও রাজ্য সরকার কোভিড চিকিৎসা নিয়ে উন্নত পরিকাঠামো তৈরি করছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *