কোথাও সবাই মিলে নমাজ পড়লেই সেটা মসজিদ হয়ে যায় না! এলাহাবাদ হাইকোর্ট চত্বর থেকে মসজিদ সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আমাদের ভারত, ১৪ মার্চ: উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট চত্বর থেকে মসজিদ সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওয়াকফ বোর্ডকে মসজিদ হাইকোর্ট নামের ওই মসজিদটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারের কাছে জমি চাওয়ার আবেদনও করতে বলেছে শীর্ষ আদালত।

২০১৭ সালে এই একই নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জমা পড়েছিল পিটিশন। কিন্তু মঙ্গলবার তা খারিজ হয়ে গেল। সেই পিটিশনে ২০১৭ সালে নভেম্বরে এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে ভেঙ্গে দিতে হবে ওই মসজিদ, কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় ওয়াকফ মসজিদ, হাইকোর্ট ও উত্তরপ্রদেশ সুন্নি, সেন্ট্রাল ওয়াকফ বোর্ড।

এদিন সেই মামলার শুনানিতে বিচারপতি এম আর শাহ ও বিচারপতি সিটি রবি কুমারের বেঞ্চ জানিয়ে দেয়, এই জমিটি লিজ নেওয়া রয়েছে, সুতরাং সেটাকে অধিকারের বিষয় বলে দাবি করা যায় না। আগামী তিন মাসের মধ্যে ওই মসজিদটি ভেঙ্গে দিতে হবে জানিয়ে দেন বিচারপতিরা। সেই সঙ্গে এও জানিয়ে দেওয়া হয়েছে। যদি ওই সময়কালের মধ্যে মসজিদ না ভাঙ্গা হয় তাহলে হাইকোর্ট সহ কর্তৃপক্ষের হাতে চলে যাবে বিষয়টি। তারাই মসজিদকে সরিয়ে বা ভেঙ্গে দিতে পারবে।

শীর্ষ আদালত তার রায় দেওয়ার সময়, উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে ওখান থেকে মসজিদ অন্যত্র সরানোর উপযুক্ত জমি পাওয়া যাবে কি না তা খতিয়ে দেখতে হবে। আবেদনকারীদের হয়ে সাওয়াল করেছিলেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। তিনি দাবি করেন, গত শতাব্দীর পাঁচ দশক থেকেই ওই মসজিদটি ওখানে ছিল কিন্তু ২০১৭ সালে সরকার বদল হতেই পরিস্থিতি পাল্টে যায়। রাতারাতি যোগী সরকার গঠনের দশ দিনের মধ্যে জনস্বার্থ মামলা দায়ের হয় মসজিদ হাইকোর্ট সরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে। কিন্তু তার দাবিকে উড়িয়ে দিয়ে হাইকোর্টের তরফে আদালতে হাজির হওয়া আইনজীবী রাকেশ দ্বিবেদী দাবি করেন, জমির কোনো নবীকরণের যে আর্জি জানানো হয়েছিল সেখানে বসতবাড়ির কথাই বলা হয়েছে।

এই প্রসঙ্গে বলতে গিয়ে, তিনি বলেন ঘটনা হলো কোথাও সবাই মিলে নমাজ পড়লেই তা মসজিদ হয়ে যায় না। যদি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বারান্দায় বহু মানুষ মিলে নমাজ পড়েন তাহলে সেটা মসজিদ হয়ে যায় না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here