কেউ ভুল করে এমপিআর ফর্ম পূরণ করলে তিনি না কি দেশের একজন বেআইনি নাগরিক হয়ে যাবেন, বার্তা রাজীব ব্যানার্জির

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১২ ফেব্রুয়ারি: কেউ যদি ভূল করে এমপিআর ফর্ম পূরন করেণ তা হলে তিনি না কি সঙ্গে সঙ্গে একজন বেআইনি নাগরিক হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে তার বাড়ি, ব্যাঙ্কে থাকা অর্থ সহ যাবতীয় অধিকার থেকে বঞ্চিত হবেন। এই ভাবেই ফালাকাটায় মানুষকে সতর্ক করলেন মন্ত্রী রাজীব ব্যানার্জি।

দিল্লি থেকে আপ যেভাবে বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করেছে তেমনি এই রাজ্য থেকেও বিজেপিকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসা হবে। বুধবার আলিপুরদুয়ারের ফালাকাটায় এমনই বার্তা দিলেন ফালাকাটা বিধানসভা উপ নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক রাজীব ব্যানার্জি। উল্লেখ্য, এন.আর.সি., এম.পি.আর এবং ক্যা-র বিরুদ্ধে এবং ফালাকাটা উপ নির্বাচনকে সামনে রেখে জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ফালাকাটা স্টেশন চত্বর থেকে ফালাকাটা চৌপথি পর্যন্ত এক মেগা র‍্যালির ডাক দেওয়া হয়েছিল। এদিনের র‍্যালিতে পা মেলান রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জি, কারিগরি মন্ত্রী পূর্নেন্দু বসু সহ জেলা এবং ব্লকস্তরের সকল নেতৃত্ব। মিছিলকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড়ে এদিন দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত কার্যত একসঙ্গে অবরুদ্ধ হয়ে পড়ে ৩১নম্বর জাতীয় সড়ক এবং এশিয়ান হাইওয়ে। এদিকে বিপুল পরিমাণ জনসমাগম দেখে মিছিলের রুট কিছুটা কমিয়ে ফালাকাটা চৌপথিতেই শেষ করে দেওয়া হয়।

উল্লেখ্য, নাগরিকপঞ্জির সমর্থনে এই ফালাকাটাতেই বিজেপির রাজ্য সভপতি দিলীপ ঘোষ কিছুদিন আগে মিছিল করেছিল। এদিন ঠিক একই কায়দায় মিছিল সংগঠিত করে তৃণমূল কংগ্রেস। তবে এদিন বিজেপির থেকে বেশকিছুটা বেশি মানুষ তৃণমূল কংগ্রেসের আহ্বানে ফালাকাটায় উপস্থিত হয়েছিলেন বলেই দাবি রাজনৈতিক মহলের। আবার যেহেতু ফালাকাটার বিধায়ক অনিল অধিকারির অকাল প্রয়ানে এখানে উপ নির্বাচন হচ্ছে স্বাভাবিকভাবেই বেশ কিছু ইস্যু সামনে এসেছে। মিছিল শেষে পথসভা থেকে রাজীব ব্যানার্জি ঘোষণা করেন, ফালাকাটা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী জয়ী হলে আগামী ৬ মাসের মধ্যে ফালাকাটাকে পুরসভার মর্যাদা দেওয়া হবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন শেষ হলেই ফালাকাটাকে মহকুমা ঘোষণা করতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে ফালাকাটাকে পুরসভা ও মহকুমা করার দাবিটি ব্লকের মানুষের আবেগের সঙ্গে জড়িত বিষয়টি বিজেপি নেতৃত্বও ভাল করে জানে। তাই এবারের উপ নির্বাচনে বিরোধীরা যাতে এই দুই ইস্যু থেকে বাড়তি সুবিধে নিতে না পারে তাই আগে থেকেই রাজ্যের শাসক দলের নেতৃত্ব এই ঘোষনা করেছে বলে মত রাজনৈতিক মহলের।

এদিকে এদিন রাজীব ব্যানার্জি আরও একবার গোটা আলিপুরদুয়ারের মানুষকে এনআরসি এবং বিজেপি নিয়ে সর্তক করেন। তার সাফ কথা, একজন মানুষও যদি ভুল করে এমপিআর ফর্ম পূরণ করেন সঙ্গে সঙ্গে তিনি দেশের একজন বেআইনি নাগরিক হয়ে যাবেন। বাড়ি, ব্যাঙ্কে থাকা অর্থ সহ তার যাবতীয় অধিকার আর বৈধ থাকবে না। এমন ঘৃন্য, জঘন্য, ভয়ঙ্কর চক্রান্ত শুরু করেছে বিজেপি। তবে এই ষড়যন্ত্র দিল্লির মানুষ টের পাওয়াতে তারা বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করেছে। আপনারা সেই একই কাজ করুন। মন্ত্রী রাজীব বন্দোপাধায়ের পাশাপাশি মন্ত্রী পূর্নেন্দু বসু, মোহন শর্মা, সৌরভ চক্রবর্তীরাও ঝাঁঝালো বক্তব্য রাখেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here