মমতা বাংলার গর্ব হলে লজ্জায় মুখ লুকোনোর কথা বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য

আমাদের ভারত, মেদিনীপুর, ৮ মার্চ: রাজ্যে মমতা ক্ষমতায় আসার পর অপসংস্কৃতি বেড়েছে। দেশে মোদী, মমতা এঁরা নিজেরা যে ধরনের আচরণ করেন, যে ধরনের কথাবার্তা বলেন, তারই প্রতিফলন ঘটেছে। আজ মেদিনীপুরে বামপন্থী গণসংগঠনগুলির উদ্যোগে অবিভক্ত মেদিনীপুর জেলার গণনাট্য আন্দোলনের পথিকৃৎ স্মরণে ভারতের সংবিধান ও সংশোধিত নাগরিকত্ব আইন বিষয়ে স্মারক বক্তৃতা দিতে এসে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে এমনটাই বলেন, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

তিনি বলেন, এখন গোটা দেশ জুড়েই তো সাংস্কৃতিক অবনয়ন চলছে, সুস্থ্য সংস্কৃতিকে বাদ দিয়ে এখন একটা লুম্পেন কালচার তৈরী করার চেষ্টা চলছে। আর মমতা ক্ষমতায় আসার পর এটা বেড়েছে। একটা মুখ্যমন্ত্রী যদি ঐ ধরনের শব্দ প্রয়োগ করেন, অনৈতিহাসিক কথাবার্তা বলেন, অবাস্তব কথা বলেন, তারই ফল স্বরূপ তার নিচের তলার অনুগামী যারা, তারা আরও বিশৃঙ্খল, অসভ্য হবেন, তারই পরিণতি এটা। বাংলার গর্ব মমতা প্রসঙ্গে বিকাশ বাবু বলেন, এটা সবচেয়ে বড় কলঙ্ক ভারতের ইতিহাসে। আমরা জানি রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দ, জ্যোতি বসু বাংলার গর্ব, সেই বাংলায় মমতা যদি গর্ব হয়, তাহলে তো বলতে হয় গর্ভধারিণী বাংলা, তুমি লজ্জায় মুখ লুকাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *