“ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ব”, প্রতিশ্রতি অমিত শাহের

আশিস মণ্ডল, বীরভূম, ২০ ডিসেম্বর: “বাংলার উন্নয়নের জন্য পাঁচ বছরের জন্য বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন। আমরা সোনার বাংলা গড়ে দেব”। রবিবার বিকেলে পদ যাত্রা শেষে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রবিবার ঝটিকা সফরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে মধ্যাহ্নভোজন সেরে চলে যান বোলপুর ডাকবাংলো মাঠে। সেখানে হনুমান মন্দিরে প্রণাম করে পদযাত্রায় অংশগ্রহণ করেন। একটি হুড খোলা গাড়িতে চড়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন তিনি। চৌমাথা মোড়ে পদযাত্রা শেষে তিনি মাইক্রোফোন ধরে বলেন, “বাংলার বিকাশের জন্য মোদীর হাত শক্ত করুন। মোদীর প্রতি বিশ্বাস আর দিদির প্রতি অবিশ্বাস থেকে বাংলার পরিবর্তন চাই। বাংলার মানুষ দিদিকে পরিবর্তন করার জন্য তৈরি। শুধু নির্বাচন আসার অপেক্ষা। বাংলায় পরিবর্তন হবে বিকাশের জন্য, বাংলাদেশি অনুপ্রবেশকারী রোখার জন্য, রাজনৈতিক হিংসা বন্ধ করার জন্য”। তাঁর দাবি, “যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে উন্নয়ন হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে উন্নয়ন থমকে গিয়েছে। আপনারা ৩০ বছর কংগ্রেস, ৩৪ বছর বামফ্রন্ট আর ১০ বছর দিদির তৃণমূল সরকার দেখলেন। আমাদের পাঁচ বছর সুযোগ দিয়ে দেখুন সোনার বাংলা গড়ব। তাই এবার নির্বাচনে পদ্ম চিহ্নের বোতাম টিপে তৃণমূলকে উপড়ে ফেলুন”।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here