
আমাদের ভারত, ৯ ডিসেম্বর: অনেকের ভালোবাসার সম্পর্কের শুরুটা সুখের হলেও শেষটা সুখের হয় না। মাঝে মাঝে ভালোবাসার সম্পর্ক এত তিক্ততায় পরিণত হয়ে যায় যে, তখন সম্পর্ক রাখার চাইতে না রাখাই মঙ্গল হতে পারে আপনার জন্য। জেনে নিন সেই লক্ষণগুলো।
নিচের সাতটি লক্ষণ বাজাচ্ছে ভালোবাসার বিদায় ঘণ্টা।
শ্রদ্ধা ও বোঝাপড়ার অভাব: যে কোনও সম্পর্কের ভিত্তি হচ্ছে শ্রদ্ধা। সম্পর্কের শুরু থেকে শেষ পর্যন্ত শ্রদ্ধা এবং ভালো বোঝাপড়া থাকলেই সম্পর্কটা সুখকর হয়। কিন্তু সম্পর্কে কোনো এক সময় যদি শ্রদ্ধা হারিয়ে যায় কিংবা কোনও কারণে একজন আরেক জনকে সহ্য করতে না পারেন, তাহলে বুঝতে হবে সম্পর্ক তার বিদায় ঘণ্টা বাজাচ্ছে।
ফ্লার্টিং: আপনি যদি জানেন, আপনার প্রেমিক কিংবা প্রেমিকা অন্য কোনো বান্ধবী কিংবা বন্ধুর সঙ্গে আপনার চাইতে বেশি কথা বলে, আড্ডা দেয় কিংবা সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করে এবং দিন দিন আপনার প্রতি তার আকর্ষণ কমে যাচ্ছে, আপনি পাশে থাকা অবস্থায় অন্য কোনো বিপরীত লিঙ্গের মানুষের দিকে তাকিয়ে আছে তা হলে বুঝবেন বিদায় ঘণ্টা বেজে গেছে। এই ধরনের সম্পর্ক খুব বেশি দূর এগোয় না, তাই সময় থাকতে সম্পর্কের ইতি টানুন।
মাদকাসক্তি: আপনার প্রেমিক কিংবা প্রেমিকা যদি মাদকাসক্ত হয়, তাহলে তাকে সেসব থেকে দূরে রাখতে চেষ্টস করুন। অনেক চেষ্টা করার পরও যদি তাকে মাদকের জগৎ থেকে দূরে সরাতে না পারেন তাহলে সম্পর্ক সামনে এগিয়ে না নেওয়াই ভালো।
বিশ্বাসঘাতকতা: আপনার প্রেমিক কিংবা প্রেমিকা যদি কারণে-অকারণে তার বন্ধু-বান্ধবী, আত্মীয়-স্বজনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কিংবা আগের প্রেমিকা কিংবা প্রেমিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে জানতে পারেন, তাহলে সে এক সময় আপনার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করবে। সময় থাকতে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিৎ।
মতের অমিল: একজনের মতের সঙ্গে আরেক জনের মত পুরোপুরি মিলে যাবে এমন কোনো কথা নেই। কিন্তু প্রতিটি বিষয় যদি অমিল হয় এবং তুচ্ছতাচ্ছিল্য বিষয় নিয়ে যদি রাস্তায় কিংবা শপিংমলে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করে নিজের মতামত জাহির করতে চায়, তাহলে সে সম্পর্ক খুব বেশি সুখকর হয় না।
অবহেলা করা: ইচ্ছাকৃত আপনার প্রেমিক কিংবা প্রেমিকা যদি আপনার ফোন না ধরে কিংবা আপনার সঙ্গে যোগাযোগ না করে কিংবা দেখা করার জন্য আগ্রহ প্রকাশ না করে, তাহলে সে সম্পর্কে এক সময় চিড় ধরবে।
মিথ্যা বলা: ভালোবাসার মানুষকে খুশি করতে সামান্য মিথ্যা কথা বলতেই পারে। কিন্তু আপনি যদি জানতে পারেন, সে প্রতারণার করার উদ্দেশ্যে আপনার সঙ্গে মিথ্যা বলছে, তাহলে সে সম্পর্ক এক সময় ফাটল ধরবে। যারা একবার প্রতারণা করে, তারা বারবার প্রতারণা করে।