
আমাদের ভারত, মালদা, ২৭ জুলাই: রাজ্যজুড়ে নারী নির্যাতনের অভিযোগে মালদা শহরে বিজেপির ধিক্কার মিছিল। মাস্ক ছাড়া সামাজিক দূরত্বকে উপেক্ষা করে মিছিল বিজেপি নেতা কর্মীদের। মিছিল শেষে জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। করোনা আবহে এই অবরোধকে কটাক্ষ তৃণমূলের।
রাজ্যজুড়ে নারী নির্যাতনের অভিযোগে আজ বিজেপির জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলের নেতৃত্ব দেন সাংসদ খগেন মুর্মু। বিভিন্ন এলাকা ঘুরে মিছিল যায় মালদা শহরের রথবাড়ি মোড়ে। সেখানে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় বিজেপির পক্ষ থেকে। পরে পুলিশের সাথে আলোচনা সাপেক্ষে অবরোধ তুলে নেয় বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, মহিলা মোর্চা সভানেত্রী সুতপা মুখোপাধ্যায় সহ জেলা বিজেপি নেতৃত্ব।
জেলা তৃণমূলের সাধারন সম্পাদক শুভময় বসু বলেন, করোনা আবহে সামাজিক দূরত্ব না রেখে এই অবরোধ আন্দোলনকে ধিক্কার জানাই।