লকডাউন উপেক্ষা করে বহিরাগতদের অবাধ প্রবেশ, বাড়িতে মধুচক্রের আসর!

আমাদের ভারত, মালদা, ১৭ মে: লকডাউনে পাড়ায় বহিরাগতদের অবাধ প্রবেশ। আর যার ফলে চলছে অসামাজিক কাজকর্ম ও মধুচক্রের আসর। আজ কয়েকজন যুবককে আটকে ঘরে তালা দিল এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করছে। যদিও ঘটনার পর অভিযুক্ত পরিবারের সদস্য ও বহিরাগত যুবকরা বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

জানা গিয়েছে, পেশায় গাড়ির চালক প্রবীর চৌধুরীর বাড়ি রয়েছে। যদিও প্রবীর বাবু পারিবারের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে বাড়ি ছেড়ে অন্যত্র একাই ভাড়া থাকেন। নিজের ওই বাড়িতে থাকেন শুধুমাত্র স্ত্রী। এলাকাবাসীর অভিযোগ, এই সুযোগে তার বাড়িতে অবাধে বহিরাগত দুস্কৃতিরা অসামাজিক কাজকর্ম ও মধুচক্রের আসর বসান। আর এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এই নিয়ে ওই মহিলাকে বারবার বললেও কোনও ভ্রুক্ষেপ করছিলেন না। লকডাউন চলছে এরই মধ্যে আজ ফের বহু বহিরাগত যুবক তার বাড়িতে ঢোকে। ঘরে অসামাজিক কাজকর্ম ও মধুচক্রের আসর বসিয়েছিল। এরপর এলাকাবাসীরা বাইরে থেকে বাড়িতে তালা ঝুলিয়ে পুলিশকে খবর দেয়। ঘটনা বেগতিক দেখে বাড়ির পেছনের দরজা দিয়ে মহিলা সহ বহিরাগতরা পালিয়ে যায়। আর এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ এলাকাবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *