বিজ্ঞান গবেষণায় মৌ স্বাক্ষর আইসিএসপি-র

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, কলকাতা, ১৫ ডিসেম্বর: পশ্চিমবঙ্গের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিজ্ঞান গবেষণায় মৌ সই করল ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স (আইসিএসপি)। বৃহস্পতিবার কলকাতায় এই চুক্তি সম্পাদিত হয়।

এদিন অনুষ্ঠানে ‘কেমিক্যাল ইভলিউশন অফ দি ইউনিভার্স সিন্স বিগ ব্যাং অ্যান্ড অরিজিন অফ লাইফ’ নিয়ে বলেন আইসিএসপি-র অধিকর্তা অধ্যাপক সন্দীপ চক্রবর্তী। মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কীভাবে পরমাণু তৈরি হল, পর্যায়ক্রমে এল মানুষ— তার ব্যখ্যা করেন তিনি। সন্দীপবাবু বলেন, মেধাবী, সম্ভাবনাময়দের আমরা গবেষণার সুযোগ দিতে চাই।
আইসিএসপি-র ২৪ বছর পূর্ণ হচ্ছে। এই সময়কালে দেশ-বিদেশের প্রায় এক ডজন প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণার স্বার্থে মৌ সই হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *