কৃষকদের আয় বাড়াতে আইআইটিতে শিবির

আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি:
দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে ভারত সরকারের “উন্নত ভারত অভিযান” কর্মসূচিতে শুক্রবার খড়গপুর আইআইটি’তে এগ্রি ফুড এক্সপো ২০২০ শুরু হয়েছে। আইআইটি’র এগ্রিকালচারাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এই কৃষি মেলার আয়োজন করা হয়েছে। জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকদের নিয়ে তিন দিন ধরে এই শিবির চলবে।

কিভাবে কৃষকদের আয় দ্বিগুণ করা যাবে শিবিরে সেই বিষয়ে আলোচনা চলবে। এগ্রি ফুড এক্সপো প্রোগ্রামের কোঅর্ডিনেটর অধ্যাপক পি গুহ এবং খড়গপুর
আইআইটির ডিরেক্টর অধ্যাপক ভি কে তেওয়ারি জানান, উপযুক্ত প্রযুক্তি যদি ব্যবহারকারীদের হাতে পৌঁছে দেওয়া যায় তাহলে আমাদের দেশও বিকশিত দেশ হতে পারবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here