
আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ জানুয়ারি: ঝাড়খণ্ড – বাংলা সীমান্তে পুলিশি নজরদারি বাড়ানোর পর ঝাড়খন্ড রাজ্য থেকে এরাজ্যে পাচার হওয়া বেশ কিছু বেআইনি মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বেলপাহাড়ি থানা এলাকার বাঁশপাহাড়ির খেড়িয়ালাটা, ছুরিমারা, বিদরি, ভীমার্জুন, ঢেকিয়া ইত্যাদি গ্রাম থেকে বেশ কিছু নাম্বার বিহীন মোটর সাইকেল উদ্ধার করেছে বাঁশপাহাড়ি ফাঁড়ির পুলিশ।
উদ্ধার হওয়া মোটরবাইকগুলির চ্যাসিস এবং ইঞ্জিন নম্বর থেকে পুলিশ জানতে পেরেছে সেগুলি পূর্ব সিংভূম জেলার সাকচি থানা এলাকা থেকে চুরি হয়েছে। তবে বাঁশপাহাড়ি এলাকার বিভিন্ন গ্রাম থেকে বেশ কিছু বাইক উদ্ধার করা হলেও পুলিশ এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি বলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ।
বাঁশপাহাড়ি ফাঁড়ির পুলিশ আধিকারিক জানিয়েছেন, মোটরসাইকেল চুরি এবং পাচারকারীদের সঙ্গে যুক্তদের সন্ধানে পূর্ব সিংভূম জেলা পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এছাড়াও বাইকগুলির বিষয়ে বিশদ জানতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে বেলপাহাড়ি থানা সূত্রে জানানো হয়েছে।