দেশের আর্থিক মন্দা কাটিয়ে উঠতে মোদী সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলল আইএমএফ

আমাদের ভারত,২৪ ডিসেম্বর:আর্থিক মন্দা কাটিয়ে উঠতে দ্রুত ব্যবস্থা নিতে বলল আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা আই এম এফ। মন্দা কাটানোর জন্য কেন্দ্র সরকারকে কয়েকটি নীতির বদল এবং সেগুলি কিছু সংশোধনের পরামর্শ দিয়েছে আইএম এফ। বিশ্বের এগিয়ে থাকা অর্থনীতির কয়েকটি দেশের অন্যতম হয়ে ওঠার পরেও ভারতের এই মন্দায় যথেষ্ট উদ্বিগ্ন আইএমএফ।

আইএমএফের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রনীল সালগাদো বলেন, ভারতে আক্ষরিক অর্থেই আর্থিক মন্দা চলছে। যা যথেষ্ট উদ্বেগজনক। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে দ্রুত বেশকিছু ব্যবস্থা নিতে হবে ভারতকে। বদল ঘটাতে হবে বেশ কয়েকটি নীতি। কোন কোন কারণে এই মন্দা হয়েছে তারও উল্লেখ করা হয়েছে আইএমএফের রিপোর্টে।

রিপোর্টে কারণ হিসেবে বলা হয়েছে, ভারতের বাজারে যে পণ্য বিক্রি হচ্ছে তার পরিমাণ অনেকটাই কমেছে। পুঁজি বিনিয়োগ কমেছে। একই সঙ্গে কমেছে কর আদায়ের মাধ্যমে রাজস্বের পরিমাণ।

মোদী সরকারের নোট বন্দি ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন আইএমএফের ইকোনমিক কাউন্সিলর ও গবেষক বিভাগের অধিকর্তা গিতা গোপিনাথ। কিন্তু তিনিও এবার ভারতের এই মন্দার জন্য দায়ী করেছেন পরিচালন ব্যবস্থা গাফিলতিকে।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তিনি তার উদ্বেগের কথা জানিয়েছেন। সাম্প্রতিক অর্থনৈতিক মন্দার কারণ গুলি নিয়ে তিনি আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। শুনেছেন প্রধানমন্ত্রীর বক্তব্য। কিভাবে এই মন্দা থেকে দেশকে বার করে আনা যেতে পারে বৈঠকে সে কথাও তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

গীতা বলেছেন অর্থনৈতিক সংস্কারের পথেই ভারতকে এগিয়ে যেতে হবে কিন্তু তার জন্য আরো বেশি স্বচ্ছতা আরো বেশি নিশ্চয়তার প্রয়োজন। না হলে অর্থনৈতিক সংস্কার সার্বিকভাবে সফল হবে না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here