
আমাদের ভারত, মালদা, ১৮ মার্চ: করোনা ভাইরাসের জেরে মালদার পর্যটন শিল্পেও প্রভাব পড়তে চলেছে।পাশাপাশি মালদার পার্শবর্তী রাজ্য বিহার, ঝাড়খন্ড থেকে গঙ্গা নদীপথে আসা যাত্রীদের স্ক্রিনিং করছে পুলিশ প্রশাসন। পান্ডুয়া, গৌড়, আদিনাতে যে সকল স্মৃতিসৌধ রয়েছে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে আদিনা ডিয়ার পার্ক। যার ফলে পর্যটকরা এই স্মৃতিসৌধগুলি দর্শন করতে পারছেন না। হতাশ হয়ে ফিরে যাচ্ছেন তারা।
কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, আগামী একমাস মালদার গৌড়ে অবস্থিত বারোদুয়ারী, চামচিকা মসজিদ, ফিরোজ মিনার সহ একাধিক স্মৃতিসৌধ বন্ধ রাখা হচ্ছে। এই এলাকার স্মৃতি সৌধগুলির মূল দরজায় তালা ঝোলানো হয়েছে। ঝোলানো হয়েছে নির্দেশিকা। পাশাপাশি আদিনা এবং পান্ডুয়াতে পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে নির্দেশিকা জারি করা হয়েছে। মালদার আদিনাতে ডিয়ার পার্ক রয়েছে, সেখানেও মূল ফটকে সরকারি নির্দেশিকা ঝোলানো হয়েছে। উল্লেখ রয়েছে করোনা ভাইরাসের কারণে আদিনা ডিয়ার ফরেস্টে পর্যটকদের ঢোকা বারণ। স্বাভাবিকভাবেই জেলার পর্যটন কেন্দ্রগুলি পর্যটকশূন্য হচ্ছে।
গতকাল ঘুরতে আসা পর্যটকেরা জানান, ইতিহাসের পাতায় মালদার গুরুত্ব অপরিসিম। বাংলার ইতিহাসে খন্ড চিত্র রয়েছে মালদায়। এই নিষেধাজ্ঞার ফলে বঞ্চিত হলেন বাংলার ইতিহাসের চাক্ষুষ দর্শন থেকে।
একদিকে যখন জনবহুল এলাকাগুলোতে যাওয়া থেকে মানুষকে বিরত করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন তখন ভিন রাজ্য থেকে আসা মানুষদের স্ক্রিনিং করা হচ্ছে মানিকচকের গঙ্গা নদীর ঘাটে। পুলিশ প্রশাসনের উদ্যোগে মানুষকে সচেতন করতে পুলিশ ফাঁড়িতে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় পুলিশের উদ্যোগে।