‘স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর’ কর্মসূচি পালন

আমাদের ভারত, ১৭ সেপ্টেম্বর: ভারত সরকারের ভূবিজ্ঞান দপ্তরের উদ্যোগে এন.এস.এস.-এর প্রাদেশিক শাখা ও ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর যৌথ সহায়তায় ‘স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর’ কর্মসূচি পালিত হল শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ডায়মণ্ড হারবারের উপকূলবর্তী এলাকায়।

কর্মসূচিটি চলল ৫ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৭৫ দিন ধরে, ৭৫টি জনপ্রিয় সমুদ্র সৈকতে, ৭৫০০ কিলোমিটার তটরেখা ধরে। পশ্চিমবঙ্গের মধ্যে ডায়মণ্ড হারবার উপকূল, হলদিয়া, বকখালি, হেনরিজ আইল্যান্ড, দীঘার সমুদ্রসৈকতে অভিযানটি পালিত হল।

ডায়মণ্ড হারবারের ‘স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর’ অনুষ্ঠানের উদ্বোধন করেন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সোমা বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন ভারত সরকারের ভূবিজ্ঞান দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী ইউ. এস. পাণ্ডা, বিজ্ঞানী প্রশান্ত শ্রীবাস্তব, ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর কলকাতা শাখার ডি.আই.জি. রাকেশ টিক্কাটি এবং ডায়মণ্ড পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস ও ভাইস-চেয়ারম্যান শ্রীরাজর্ষি দাস।

ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. সইদুর রহমান, অধ্যাপক দিলীপ দাস, অধ্যাপক সুজিত মণ্ডল, অধ্যাপক জয়ন্ত মণ্ডল, অধ্যাপক রাজিকুল ইসলাম, অধ্যাপক সৌমী টিকাদার এবং বিশ্ববিদ্যালয়ের এন.এস.এস.এর ছাত্রীরাও উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, উপকূল রক্ষীবাহিনীর কর্মীদের সঙ্গে ডায়মন্ড হারবারের নদীতীর পরিস্কার অভিযানটি চালায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সমুদ্রতট বা নদীতীরকে স্বচ্ছ রাখার প্রয়োজনীয়তা, উপকূল অঞ্চলকে ক্ষয়ক্ষতির থেকে বাঁচানোর পদ্ধতির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বিজ্ঞানী প্রশান্ত শ্রীবাস্তব সারা বছরই এমন উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন। উপকূল রক্ষীবাহিনীর ডি.আই.জি. রাকেশ টিক্কাটি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আবেদন করেন এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ ও সচেতনতা প্রসারে আরো অগ্রসর হতে।

ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান পুরসভার পক্ষ থেকে এই ধরনের বিভিন্ন উদ্যোগের কথা বলেন এবং রাজ্য সরকারের নিরন্তর সহায়তা ও প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান৷ মূল অনুষ্ঠানে অভ্যাগতদের সকলকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানানো হয় এবং সকলেই স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর অভিযানে সক্রিয় অংশগ্রহণ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *