হিলিতে লকডাউনের নির্দেশ ভেঙেই দেদার আমদানি-রপ্তানি, এলাকা খতিয়ে দেখে ট্রাক টার্মিনাস সিল করার নির্দেশ জেলাশাসকের

আমাদের ভারত, বালুরঘাট, ২৬ মার্চ: লকডাউনের নির্দেশ অমান্য করেই হিলিতে আন্তর্জাতিক বহিঃর্বাণিজ্য। ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাক টার্মিনাস সিল করার নির্দেশ জেলাশাসকের। বেকায়দায় শতাধিক গাড়িচালক। বৃহস্পতিবার এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ দিনাজপুরের সীমান্ত শহর হিলিতে। জেলা পরিষদ পরিচালিত ওই ট্রাক টার্মিনাসে এদিন বিকেলেই একটি জরুরি নোটিশ লাগিয়ে সিল করে দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনার জেরে চরম সমস্যায় পড়েছেন জেলার বাইরে থেকে আসা শতাধিক ট্রাক চালক ও খালাসি। পর্যাপ্ত খাবার ও জল না পেয়ে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি ট্রাক চালকদের।

উল্লেখ্য, করোনা নিয়ে কেন্দ্র ও রাজ্যের তরফে আন্তর্জাতিক বহির্বানিজ্য বন্ধ করে দেবার নির্দেশ আসে বেশ কয়েকদিন আগেই। অভিযোগ, তার পরেও হিলি চেকপোস্ট দিয়ে দেদার চলছিল আমদানি ও রপ্তানি। বুধবারও লক ডাউনের নির্দেশিকা অমান্য করেই চলেছে এক্সপোর্ট বলে অভিযোগ। জরুরি ভিত্তিতে সীমান্তে আটকে পড়া কাঁচামাল পারাপারের নির্দেশ দিলেও তার আড়ালেই চললো লরি বোঝাই অন্যান্য পণ্যসামগ্রী বাংলাদেশে পাঠানোর কাজ। বুধবার এই অভিযোগ সামনে আসতেই এদিন জেলা শাসক নিখিল নির্মল অতিরিক্ত জেলা শাসক প্রণব ঘোষ এবং বালুরঘাট মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখার্জিকে সঙ্গে নিয়ে বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতেই হিলি চেকপোষ্ট পরিদর্শন করেন। যেখানেই সামনে আসে প্রায় ২০ টিরও বেশি ট্রাক বোঝাই মাল বাংলাদেশে পাঠানোর চিত্র। যার পরেই কিছুটা ক্ষুব্ধ হয়ে জেলাশাসক পৌছান ট্রাক টার্মিনাসে। যেখানে পরিস্থিতি খতিয়ে দেখেই তা সীল করে দেবার নির্দেশ দেন তিনি।

ট্রাক টার্মিনাসে আটকে পড়া ট্রাক চালক ও খালাসিরা জানান, খাওয়ার পাচ্ছেন না তারা। চরম সমস্যার মধ্যে পড়েছেন সকলেই। প্রশাসন তাদের কোন ব্যবস্থা করুক তারা সেটাই চান।

জেলা শাসক নিখিল নির্মল জানিয়েছেন, ট্রাক টার্মিনাস সিল করার প্রয়োজন রয়েছে। কিছু কাঁচামাল জরুরি ভিত্তিতে পাঠানো হয়েছে। তবে অন্যান্য সামগ্রী পারাপারের কোনও খবর পাননি তিনি। বর্তমানে ট্রাক টার্মিনান্স সিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *