সোমবার থেকে পেট্রাপোল দিয়ে আমদানি রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক

সুশান্ত ঘোষ, বনগাঁ, ২৮ জানুয়ারি: সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রাপোল সীমান্ত দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। ‌আমদানি রফতানি বানিজ্যের সঙ্গে যুক্ত সংগঠনগুলির যৌথ আন্দোলনে এই পরিস্থিতি তৈরি হয়েছে। পেট্রাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে হটকারী সিদ্ধান্তের অভিযোগ তুলে বৃহস্পতিবারও আন্দোলন সংগঠিত হয় এই সীমান্তে।

স্থানীয় সূত্রের খবর, বাংলাদেশের উদ্দেশ্যে যাওয়া পন্য বোঝাই ট্রাক পেট্রাপোল স্থল বন্দরে প্রবেশ করার পর নির্দিষ্ট পদ্ধতি মেনে সেই ট্রাক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এই কাজের জন্য এতদিন পরিবহন সংস্থার কর্মীরা সেই স্থান পর্যন্ত প্রবেশ করতেন। সম্প্রতি দেশের নিরাপত্তার প্রশ্নে পরিবহন কর্মীদের সেখানে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে।

এই ঘটনার প্রতিবাদে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে পরিবহন সংস্থারগুলি। এব্যাপারে বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খোকন পালের অভিযোগ, ‘পেট্রাপোল স্থল বন্দরের বর্তমান ম্যানেজার কমলেশ সাহানী পরিবহন সংগঠনগুলির সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই নতুন নতুন নিয়ম চালু করছেন। এর ফলে রপ্তানী বানিজ্যে ক্ষতি হচ্ছে। আমাদের দাবি না মানা হলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই সীমান্ত দিয়ে বানিজ্য বন্ধ রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *